সহকারী পরিচালক (বাংলাদেশ ব্যাংক)
#প্রিলি_প্রস্তুতি
কথিত আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের জন্য প্রিলিতে ফেল করা কঠিন। দুধভাত লেভেলের ম্যাথসহ অন্যান্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তারচেয়েও অনেক কঠিন কঠিন বিষয় সামলে তারা অভ্যস্ত। চলুন একনজরে প্রশ্ন সম্পর্কে ধারণা নেয়া যাকঃ
প্রশ্ন সংখ্যাঃ ৮০টি
মোট নম্বরঃ ১০০
সময়ঃ ১ ঘণ্টা
৮০ টি প্রশ্নের মধ্যে ৫৫টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেই মোর দ্যান সেইফজোনে থাকা যায়। কোন নেগেটিভ মার্কিং নেই।
#বাংলা (কমবেশি ১৫টি প্রশ্ন)
১. বিগত ১০ বছরে সরকারি ব্যাংকসমূহের পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান।
২. নবম-দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ A to Z.
৩.গুরুত্বপূর্ণ বিষয়ঃ
ধ্বনি
শব্দ
বানান ও বাক্য শুদ্ধি
পদ-প্রকরণ
সন্ধি
সমাস
কারক-বিভক্তি
উপসর্গ-অনুসর্গ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
প্রতিশব্দ ,পরিভাষা, অনুবাদ
এককথায় প্রকাশ
বাগধারা , প্রবাদ – প্রবচন
পত্রিকার সম্পাদক
বিখ্যাত উক্তি, গানের গীতিকার
বিখ্যাত কাব্য, গল্প, উপন্যাসের রচয়িতা ও কেন্দ্রীয় চরিত্র
#Math (20-25 Questions)
1. বিগত ১০ বছরে সরকারি ব্যাংকসমূহের পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান।
2. ৮ম থেকে ১২শ শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত। (ইংরেজী ভার্সন)
3. Important Topics:
Set, Venn diagram
Number
Statistics
Ratio, Percentage
Unitary Method (Time, Work, Pipe & Cisterns related)
Profit & Loss
Partnership
Mixture
Simple & Compound Interest
Factorial
Permutation & Combination
Probability
Time, Speed, Distance (Boat & Stream, Train & Passenger related)
Sphere, Cylinder, Circle, Polygons (Area, Volume, Circumference)
Series (nth term, Sum)
Slope
Angle of Clock hands,
Trigonometric Angles, Algebraic equations
(indiabix / examveda / lofoya / অন্যকোন ওয়েবসাইট থেকে টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন। যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে দিবে।)
#English (15-20 Questions)
1. বিগত ১০ বছরে সরকারি ব্যাংকসমূহের পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান।
2. English For Competitive Exams (Author: Md. Fazlul Haque, Publisher: Professor's)
3. Important Topics:
Analogy
Spelling
One word substitution
Parts of Speech
Phrases & Idioms
Preposition
Sentences & Transformations
Synonyms & Antonyms
#GK (15-20 Questions)
1. বিগত ১০ বছরে সরকারি ব্যাংকসমূহের পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান।
2. Important Topics:
MDG, SDG
LDC Graduation criterion
Liberation War
Intelligence Agencies
Budget
BD position in various index
WB, IMF, ADB, NDB, IDA, SAPTA, BIMSTEC, CIRDAP, OIC, G-7, UN & its organs
Bull Market, Bear Market, BSEC, CRR, ADR, SLR, CAMELS
Sculpture, Currency, Presidents
Separation Lines, Straights
Solar System
Sports
National & International days
Bangla years, months, days
Recent issues
And many more!
(জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই… :p)
#ICT (10-15 Questions)
1. বিগত ১০ বছরে সরকারি ব্যাংকসমূহের পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধান।
2. Important Topics:
Computer peripherals, Input & Output device, CD, DVD, RAM, ROM
Printer, Scanner, Plotter
MS Office (World, Excel)
Shortcut key
Bus, Logic gate, IC
Data, Information, Cookies
Virus, Anti-virus
OTG, OCR, OMR, FTP, LAN, WAN, URL, WWW, HTTP, Mail, Fax
Decimal, Binary number (Addition, Subtraction, Multiplication)
Database system
Algorithm
Tech-Giants services & news
Social Networking, Launching years, Founders
*** বিসিএস প্রিলির বিষয়ভিত্তিক বই/ডাইজেস্ট পড়ার সময় উল্লিখিত টপিকগুলো গুরুত্ব দিয়ে দেখে নিন, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে!
*** বিগত বছরে পরীক্ষায় আসা প্রশ্ন ও সমাধানগুলো Professor’s Govt Bank Job Solution থেকে দেখতে পারেন।
*** ইংরেজির জন্য কিছু “High Frequency Vocabulary” পড়তে হবে। যেগুলো Word Smart/অন্যকোন বই/ BCB, BBEA facebook group থেকে সংগ্রহ করে নেওয়া যাবে। লিংকঃ
https://www.facebook.com/groups/476028739104549/?ref=group_browse
https://www.facebook.com/groups/282520541845529/?ref=group_browse
[ বি: দ্র: সবার প্রস্তুতি নেওয়ার কৌশল আলাদা। নিজের মতো করে প্রস্তুতি নিন। কোন ব্যাপারে মত, দ্বি-মত, জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন।]
সবশেষে একটা কথা,
পরিশ্রম করুন! পরিশ্রম করুন!! পরিশ্রম করুন!!

No comments:
Write Comments